প্রকাশিত: Fri, Dec 1, 2023 10:06 PM
আপডেট: Fri, May 9, 2025 12:07 PM

জেনেবুঝে মানুষকে বিভ্রান্ত করে হিট আদায় করার বিষয়টি কি সাংবাদিকতার অপরিহার্য বিষয়!

মোজাফ্ফর হোসেন : আমার প্রশ্নটা সাংবাদিক বোনভাইদের কাছে। জেনেবুঝে মানুষকে বিভ্রান্ত করে ‘হিট’ আদায় করার বিষয়টি কি সাংবাদিকতার অপরিহার্য বিষয়? পাঠকদের আকর্ষণ করার জন্য এগুলো কি কৌশল হিসেবে জার্নালিজমের ছাত্রদের পড়ানো হয়? প্রথম আলো যেমন ম্যাক্সওয়েলের ৪৮ বলের সেঞ্চুরির খবরে ট্যাগ লাইন দিয়েছে ‘৮ বলে অপরাজিত ১০৪ রানের পথে...’! পাঠক ধরে নিচ্ছে ভুলবশত সাংবাদিক ভাইটি ৮-এর আগে ৪ বসাতে ভুলে গেছেন। তাই পাঠকেরা ধুমসে কমেন্ট করে যাচ্ছে। হ্যাঁ, ভুলও হতে পারে। তবে এক্ষেত্রে সেটা না। কারণ দুদিন হয়ে গেলেও সংশোধন করে দেওয়া হয়নি। অর্থাৎ সচেতনভাবে কাজটা করে পাঠক টানা হচ্ছে। পাবলিক কমেন্টে সাংবাদিককে গালি দিয়ে যাচ্ছে। গালিগুলোকেও ‘হিট’ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এর নাম ‘হিরো-আলম-সিনড্রোম’। আমাদের দৈনিকগুলো এই সিনড্রোমে আক্রান্ত হয়ে পাঠক টানার জন্যে জঘন্য সব শিরোনাম করে। দেখা যায়, অর্ধেক খবরের শিরোনাম খবরগুলোকে মিসগাইড করে এমন করে করা। পাঠককে উস্কানিমূলক হেডিং দিয়ে আকৃষ্ট করতে করতে এমন অবস্থা হয়েছে যে, কারো মৃত্যুর খবরের শিরোনামেও এখন সুড়সুড়ি দিতে দেখা যায়। যারা খবরের প্রকৃত পাঠক, তাদের কিন্তু এসব লাগে না। বরঞ্চ সাংবাদিকদের এই অসততা, নিম্নস্তরের মানসিকতার কারণেই আজকাল আমাদের অধিকাংশ খবরের লিংকে ক্লিক করা হয় না। মানুষ পচনশীল জানি, কিন্তু দেশের সবকিছু তো একসঙ্গে পঁচে যাওয়ার দরকার নেই। দুয়েকটি খবরের কাগজ তো আন্তর্জাতিক মান বজায় রাখতে পারতো। প্রথম আলোর ‘৮ বলে সেঞ্চুরির...’ কারণে এতো কথা বলছি না। এটা তো সামান্য বিষয়। গত একবছর ধরে খবরের হেডলাইনে এতো এতো নোংরামি দেখে আসছি আর সহ্য করা যাচ্ছে না। প্রায়ই মনে হয় কথাগুলো বলি। কিন্তু সাংবাদিক ভাইবোনরা মূর্খ বলে উড়িয়ে দেবেন ভেবে বলার সাহস করিনি। আজ মনে হলো, আমি তো মূর্খই...! লেখক: কথাসাহিত্যিক